পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শুরুতে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে দারুণ এক ইনিংস খেলেছেন তিলক ভার্মা। ২ বল থাকতে ৫ উইকেটের জয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

টান টান উত্তেজনা তৈরি হয়েছিল। ১৪৬ রানকেও ভারতের সামনে দুর্বোধ্য বানিয়ে ফেলেছিল পাকিস্তান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু এই শেষ ওভারেই হারিস রউফের বলে সব শেষ করে দিলেন তিলক বার্মা। যিনি অটল পাহাড়ের মত দাঁড়িয়েছিলেন পাকিস্তানি বোলারদের সামনে।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে ৯.৪ ওভারে ৮৪ রান তুলে ফেলেন ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। সেখান থেকে ১৩১ রানে ৫ উইকেট এবং ১৪১ রানে যেতে পাকিস্তানের ৯ উইকেট পড়ে যায়।

ফারহান ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও তিনটি ছক্কা আসে। অন্য ওপেনার ফখর জামান চতুর্থ ব্যাটার হিসেবে ৩৫ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৬ রান করে আউট হন।

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটারদের শুরুতে বেশ চেপে ধরেছিল পাকিস্তানি বোলাররা। ২০ রানেই সেরা তিন ব্যাটার- অভিষেক শর্মা, শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ এবং শাহিন আফ্রিদি। এ পরিস্থিতিতে ধুঁকতে থাকা ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন তিলক বার্মা এবং সাঞ্চু স্যামসন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.