পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের পথে ভারত

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা দিয়েছে রোহিত শর্মার দল ভারত। পাকিস্তানকে সামনে পেয়েই গর্জে উঠলেন ভারতের কিংবদন্তি ব্যাটার কোহলি। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। ভারতও ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে ২ বল থাকতে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তাস। জবাব দিতে নেমে ভারত ৪২.৩ ওভারে জয় তুলে নেয়। কোহলির সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন শ্রেয়াস আইয়ার।

কোহলি ১১১ বলে হার না মানা ১০০ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ফরম্যাটে ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের কীর্তি গড়েন। ওয়ানডের ৫১তম সেঞ্চুরির ইনিংস তিনি সাতটি চারের শটে সাজান। ওয়ানডে ফরম্যাটে ৯ ইনিংস ও প্রায় ১৫ মাস পরে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

এর আগে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৪১ রানের জুটি পায়। ওপেনার বাবর আজম ২৩ বলে ২৬ রান করে ফেরেন। দলের রান ৪৭ হতেই রান আউটে কাটা পড়েন ইমাম উল (১০)। এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটি গড়েন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করেন। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ফিরে যান শাকিল। তার ব্যাট থেকে ৭৬ বলে ৬২ রান আসে। পাঁচটি চার মারেন তিনি। তারা ফিরতেই একে একে সাজঘরে ফেরার মিছিলে নেমে অলআউট হয় পাকিস্তান।

রান তাড়ায় নেমে ভারত ৩১ রানে প্রথম ও ১০০ রানে দ্বিতীয় উইকেট হারায়। অধিনায়ক রোহিত শর্মা ১৫ বলে ২০ রান করে ফিরে যান। শুভমন গিল ৫২ বলে ৪৬ রান করেন। কোহলি ও আইয়ার ১১৪ রান যোগ করে ম্যাচ সহজ করে ফেলেন। আইয়র ৬৭ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন। পরেই হার্ডিক পান্ডিয়া (৮) ফিরলেও ম্যাচ কঠিন হয়নি ভারতের। শেষ পর্যন্ত জয়ের জন্য ভারতের ১২ ও সেঞ্চুরির জন্য কোহলির সমান রান দরকার ছিল। সেটা জয়ের জন্য ২ ও সেঞ্চুরির জন্য ৪ রানে নেমে আসলে বাউন্ডারি হাঁকিয়ে শতক পূর্ণ করেন কোহলি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.