পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচ আজহার; দলে ফিরলেন আমির-ইমাদ

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার আজহার মাহমুদ। এছাড়া সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন সদ্য অবসর ভাঙা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। দলে রাখা হয়েছে সদ্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া উসমান খানকে। প্রথমবারের মত পাকিস্তান দলে ডাক পেলেন তিনি। নতুন মুখ হিসেবে দলে সুযোগ হয়েছে মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খানের।

দীর্ঘদিন ধরে স্থায়ী কোচের সন্ধানে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু এখনও যুতসই পছন্দ খুঁজে না পাওয়ায় শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ করা হয়েছে আজহারকে। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ ইউসুফ, স্পিন বোলিং কোচ সাইদ আজমল ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আফতাব খান।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমির। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে সদ্য অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার ঘোষণা দেন তিনি। চার বছর পর আবারও জাতীয় দলের হয়ে ফিরলেন আমির। দেশের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।আগামী ১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। এই সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করবেন বাবর আজম।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সায়াম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান, জামান খান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.