পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে ইংল্যান্ডের পর এবার পাকিস্তানকে শিকার করলো আফগানিস্তান। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছিল আফগানিস্তান। এবার পাকিস্তানকে হারালো ৮ উইকেটে। ওয়ানডেতে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বাদ নিল আফগানিস্তান। প্রথমে  ব্যাট করে ৭ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। জবাবে ৬ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় আগানরা। এই জয়ের ফলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো আফগানিস্তান। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সমান চার পয়েন্ট তাদের। পঞ্চম ম্যাচে এটি পাকিস্তানের তৃতীয় পরাজয়।

চেন্নাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করেন ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক। ১৭ রান করে আউট হয়েছেন ইমাম। তবে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহ শফিক। ৫৮ রানে শফিক যখন আউট হয়েছেন তখন পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১০ রান। বড় রান সংগ্রহে পাকিস্তান ধাক্কা খায় মোহাম্মদ রিজওয়ানের দ্রুত বিদায়ে। মাত্র ৮ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকে।

মাঝের সময়টায় দ্রুত গতিতে রান তুলতে পারেনি পাকিস্তান। সৌদ শাকিল ফিরেছেন ২৫ রান করে। অধিনায়ক বাবর আজম বিশ্বকাপে ফর্মের সাথে সংগ্রাম করে যাচ্ছেন। এই ম্যাচে অবশ্য রান পেয়েছেন তিনি। তবে হাফ সেঞ্চুরি করার পর ৭৪ রানে আউট হয়েছেন বাবর। এরপর শাদাব খান ও ইফতিখার আহমেদ হাত খুলে খেলার চেষ্টা করেন। দু’জনেরে ব্যাট থেকেই আসে ৪০ রান করে। তবে দ্রুত রান বাড়ানোরে চেষ্টায় ছিলেন ইফতিখার। ২৭ বলে ৪০ রান করেছেন তিনি। ২টি চার ও ৪টি ছয় ছিল তার ইনিংসে। ৫০ওভারের শেষ বলে আউট হয়েছেন শাদাব খান। ৭ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। আফগানিস্তানের নূর আহমদ ৩টি ও নাভিন উল হক ২ উইকেট নিয়েছেন।

২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। পাকিস্তানি বোলারদের হতাশ করেন দুই আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। হাফ সেঞ্চুরি করেন দু’জনই। গুরবাজ ৬৫ রানে আউট হলে ১৩০ রানে ভাঙে তাদের জুটি। সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু ৮৭ রান করার পর হাসান আলীর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর ম্যাচে আর কোন উইকেট পায়নি পাক বোলারা। দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন রহমত শাহ ও অধিনায়ক হাসমতউল্লাহ শাহীদি। ৪৯ ওভারে ২উইকেটে ২৮৬ রান করে দারুণ এক জয় তুলে নেয় আফগানিস্তান। রহমত শাহ ৭৭ ও হাসমতউল্লাহ ৪৮ রানে অপরাজিত ছিলেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.