ক্রীড়া প্রতিবেদক
নারী ওয়ানডে বিশ্বকাপে আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আশা করছেন, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে পারবেন তারা।
কলম্বোতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, এখন নতুন দিন, নতুন সুযোগ। আমরা চাই প্রথম ম্যাচটি ভালো হোক। যদি শুরু ভালো হয়, পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস নিয়ে এগোনো যাবে।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের বিপক্ষে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল দারুণ লড়াই প্রদর্শন করতে পারবে। জ্যোতি বলেন, আমরা চাই পরিকল্পনাগুলো সহজ রাখতে, কম ভুল করতে এবং ভালো ম্যাচ খেলতে।

