পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বোলারদের দারুণ নৈপুন্যে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজে প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ বাকী থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল।

জাকের আলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৫৫ রান করেন জাকের।

১৩৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করেছিলেন বোলাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান। আগামী ২৪ জুলাই মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।

এই অবিস্মরণীয় সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.