ক্রীড়া প্রতিবেদক
বোলারদের দারুণ নৈপুন্যে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। সিরিজে প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ বাকী থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল।
জাকের আলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৫৫ রান করেন জাকের।
১৩৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করেছিলেন বোলাররা। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান। আগামী ২৪ জুলাই মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।
এই অবিস্মরণীয় সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টাআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।