পাকিস্তান সিরিজেই ফিরছেন ইংল্যান্ডের আর্চার

ক্রীড়া প্রতিবেদক

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই পেসার জোফরা আর্চারকে দলে ফেরানোর আশা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঐ সিরিজে ফিটনেস নিয়ে কোন জটিলতা দেখা না দিলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও আর্চারের থাকার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন ইসিবির ক্রিকেট পরিচালক রব কি।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইনজুরি কোনভাবেই পিছু ছাড়ছে না আর্চারের। বিভিন্ন সময় বিভিন্ন ইনজুরির সাথে লড়াই করতে হয়েছে তাকে। ঐ বিশ্বকাপের পর এই পাঁচ বছরে মাত্র ১৩টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি এই ডান হাতি পেসার। সম্প্রতি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্চারকে দলে পাবার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কারন গত মাসে কাউন্টি দল সাসেক্সের হয়ে ভারতের মাটিতে অনুশীলন ক্যাম্পে বোলিংয়ে স্বাচ্ছন্দ্যবোধ করায় আসন্ন পাকিস্তান সিরিজেই আর্চারকে দলে চায় ইসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্চারকে পাওয়া যাবে কিনা, স্কাই স্পোর্টসের এমন প্রশ্নের উত্তরে রব কি বলেন, ‘অবশ্যই। প্রাক-মৌসুমে সাসেক্সের সাথে ভারতে অনুশীলন করেছে আর্চার। সেখানে দ্রুত গতিতে বোলিং করেছে এবং সত্যিই ভালো করেছে সে।’ তিনি আরও বলেন, ‘সে ক্যারিবিয়ানে ফিরে গেছে। সেখানে কিছু ক্লাব ক্রিকেট খেলবে। এসব কিছুই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির প্রক্রিয়া। আশা করি, সে পাকিস্তান সিরিজে খেলবে। এই অবস্থায় তাকে নিয়ে আশা করা ছাড়া কিছু করার নেই।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.