পার্থ টেস্ট জয়ের সুবাতাস পাচ্ছে ভারত

ক্রীড়া প্রতিবেদক

ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে সফরকারী ভারত। জয়সওয়ালের ১৬১ ও কোহলির অপরাজিত ১০০ রানের উপর ভর করে ৬ উইকেটে ৪৮৭ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এতে জয়ের জন্য ৫৩৪ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। জবাবে দিন শেষে ৩ উইকেটে ১২ রান তুলেছে অসিরা। ৭ উইকেট হাতে নিয়ে আরও ৫২২ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে ভারত ১৫০ ও অস্ট্রেলিয়া ১০৪ রান করেছিলো। প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড পেয়েছিলো টিম ইন্ডিয়া।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৭২ রান নিয়ে পার্থে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। দুই ওপেনার জয়সওয়াল ৯০ ও লোকেশ রাহুল ৬২ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের পঞ্চম ওভারে টেস্টে চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা জয়সওয়াল। দলীয় ২০১ রানে রাহুলকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পেসার মিচেল স্টার্ক। ৫টি চারে ১৭৬ বলে ৭৭ রান করেন রাহুল। অস্ট্রেলয়ার মাটিতে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন রাহুল ও জয়সওয়াল।

তিন নম্বরে নেমে জয়সওয়ালের সাথে ৭৪ রানের জুটি গড়েন দেবদূত পাড্ডিকাল। ২টি চারে পাড্ডিকাল ২৫ রানে বিদায় নিলে ক্রিজে আসেন কোহলি। জয়সওয়ালকে নিয়ে দলের রান ৩’শ পার করেন কোহলি। দলীয় ৩১৩ রানে জয়সওয়ালকে থামান মিচেল মার্শ। ১৫টি চার ও ৩টি ছক্কায় ২৯৭ বলে ১৬১ রান করেন জয়সওয়াল। সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন কোহলি ও নিতিশ কুমার রেড্ডি। ৫৪ বলে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটিতে অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের টার্গেট দাঁড় করান তারা।

১২৬তম ওভারের পঞ্চম বলে কোহলির সেঞ্চুরির পর ৬ উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে ভারত। টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। ৮টি চার ও ২টি ছক্কায় ১৪৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। ৩টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩৮ রান করেন রেড্ডি। অস্ট্রেলিয়ার লিঁও ২টি উইকেট নেন।

৫৩৪ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের চতুর্থ বলে অভিষিক্ত নাথান ম্যাকসুইনেকে খালি হাতে বিদায় করেন ভারত অধিনায়ক বুমরাহ। নাইটওয়াচম্যান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ২ রানে থামান সিরাজ। কামিন্সের বিদায়ে ক্রিজে আসেন মার্নাস লাবুশেন। বুমরাহর বলে ব্যক্তিগত ৩ রানে লেগ বিফোর হন লাবুশেন। ৩ রানে অপরাজিত আছেন উসমান খাজা। বুমরাহ ১ রানে ২টি ও সিরাজ ৭ রানে ১ উইকেট নিয়েছেন

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.