ক্রীড়া প্রতিবেদক
ম্যাটস হামেলসের একমাত্র গোলে মঙ্গলবার দ্বিতীয় লেগে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) পরাজিত করে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।
পার্ক ডি প্রিন্সেসে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে হামেলস জয়সূচক গোলটি করেছেন। প্রথম লেগে গত সপ্তাহে জার্মানীর মাঠে ১-০ গোলে পরাজিত হবার পর ঘরের মাঠে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছিল পিএসজি। কিন্তু স্বাগতিক সমর্থকদের সামনে তাদের হতাশ হতে হয়। পিএসজির চারটি শট বারে লাগলে হতাশা আরো বাড়ে। জার্মান বুন্দেসলিগা টেবিলের পঞ্চম স্থানে থাকা ডর্টমুন্ড কখনই এতদুর যাবার আশা করেনি। ১১ বছর পর আগামী ১ জুন ওয়েম্বলির স্বপ্নের ফাইনালে খেলতে যাচ্ছে ডর্টমুন্ড।
২০১৩ সালের পর প্রথমবারের মত ফাইনাল নিশ্চিত করলো জার্মান জায়ান্টরা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঐ ফাইনালটিও ওয়েম্বলিতে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচ শেষে ডর্টমুন্ড কোচ এডিন টারজিক ব্রডকাস্টার আ্যামাজন প্রাইমকে বলেছেন, ‘পুরো বিষয়টি বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। কিন্তু এখন আমরা শেষ কাজটুকু সারতে চাই। যেকোন ভাবেই হোক আমরা কাজটা সম্পন্ন করেছি, এখন লন্ডনে খেলতে যাচ্ছি।’
ডর্টমুন্ডের জন্য গল্পটা রূপকথার হলেও পিএসজির জন্য আরো একবার চ্যাম্পিয়ন্স লিগের হতাশা বাড়লো। ২০১১ সালে কাতারি মালিকের কাছে ক্লাবের দায়িত্ব যাবার পর শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের জন্যই সব অর্থ ব্যয় করেছে পিএসজি। একইসাথে দলের তারকা কিলিয়ান এমবাপ্পের জন্যও পিএসজির হয়ে এটাই শেষ সুযোগ ছিল। এবারের মৌসুমে পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে। সাত বছরের পিএসজি ক্যারিয়ারে ক্লাবকে সবচেয়ে বড় শিরোপা উপহার দিতে না পারা এমবাপ্পের নিজের জন্যও একটি বড় ব্যর্থতা।