পিএসজির হয়ে বিদায়ী ম্যাচ হারলেন এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

পার্ক ডি প্রিন্সেসে পিএসজির ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে কাল মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু প্যারিসের বিদায়টা তার মোটেই সুখকর হয়নি। রোববার লিগ ওয়ানে তুলসের কাছে বিস্ময়কর ভাবে ৩-১ ব্যবধানে হেরে গেছে পিএসজি। ইতোমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত হওয়া পিএসজির হয়ে একমাত্র গোলটিও করেছেন এমবাপ্পে।

শুক্রবার এক ভিডিও পোস্টে এমবাপ্পে নিশ্চিত করেছেন এ মৌসুমের পরে তার সাথে পিএসজির চুক্তি শেষ হয়ে গেলে তিনি ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন। এর মাধ্যমে পিএসজির সাথে তার সাত বছরের সম্পর্কের অবসান হয়েছে। এমবাপ্পের পরবর্তী ঠিকানা হিসেবে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদই এগিয়ে রয়েছে। প্যারিস থেকে বিদায়ের পর রিয়াল মাদ্রিদেই তিনি যোগ দিতে যাচ্ছেন, এই সম্ভাবনা গত দুই বছর যাবতই আলোচিত হচ্ছে।

কাল ম্যাচের ৮ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামা এমবাপ্পে। এনিয়ে এবারের প্রতিযোগিতায় সব মিলিয়ে ৪৪ গোল করেছেন এমবাপ্পে। সপ্তাহের মাঝামাঝিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দলটি থেকে ১০টি পরিবর্তন এনে কাল মূল দল সাজিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। শুধুমাত্র এমবাপ্পে ঐ দলটি থেকে কালকের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। সফরকারী তুলসের ম্যাচে ফিরতে খুব একটা সময় লাগেনি। থিস ডালিঙ্গার ১৩ মিনিটের গোলে তুলসে সমতায় ফিরে। ৬৮ মিনিটে ইয়ান গোহো দুর্দান্ত স্ট্রাইকে তুলসেকে এগিয়ে দেন। স্টপেজ টাইমে ফ্র্যাং মাগরির গোলে পিএসজির লিগে দ্বিতীয় পরাজয় নিশ্চিত হয়। গত সেপ্টেম্বরে প্রথম লিগ ওয়ানে নিসের কাছে ৩-২ গোলে পরাজয়ের স্বাদ পেয়েছিল পিএসজি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.