ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলে শেষ পর্যন্ত চমক দেখাতে পারলো না পুলিশ ফুটবল ক্লাব। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহামেডানের বিপক্ষে লিড নিয়েও শেষ পর্যন্ত ফাইনালের টিকেট পেল না তারা। পুলিশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ ফুটবল ক্লাব। ৪৭ মিনিটে এডওয়ার্ডের ফ্রি কিক থেকে হেডে মোহামেডানের জালে বল জড়ান উকতামভ। পিছিয়ে পড়ে গোল পরিশোধের চেষ্টায় মরিয়া হয়ে উঠে মোহামেডান। ৬৮ মিনিটে সফল হয় তারা। সানডে ম্যাচে সমতা আনেন।
ম্যাচে ফিরে উজ্জীবিত মোহামেডান দ্বিতীয় গোল পেয়ে যায় অল্প সময়ের মধ্যেই। ৭৯ মিনিটে গোল করেন শাহরিয়ার ইমন। আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ফাইনালে খেলা নিশ্চিত করে মাঠ ছাড়ে মোহামেডান। আগামী ১৪ মে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ঢাকা আবাহনীর।