প্যারা টেবিল টেনিস খেলোয়াড়দের পাশে দাঁড়াল টেবিল টেনিস ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের টেবিল টেনিস কোর্টে আয়োজন করেছে বঙ্গবন্ধু প্যারা টেবিল টেনিস টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের সহযোগিতা করেছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। আর পৃষ্ঠপোষকতা করেছে ঊর্মি গ্রুপ, ফিনেগার ফিনটেক ও নবান্ন প্রকাশনী। বাছাইকৃত ১৪ জন প্যারা টেবিল টেনিস খেলোয়াড় ২টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

টুর্নামেন্টের হুইলচেয়ার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মাহবুব, রানার আপ হয়েছেন রিপন ও তৃতীয় হয়েছেন রুবেল। এছাড়া স্ট্যান্ডিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সৌমিক, রানার আপ মাসিয়াত ও ৩য় স্থান অধিকার করেছেন তারেক।

টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন বলেন, ‘টেবিল টেনিস ফেডারেশনের একটি টেবিল এখন থেকে প্যারা টেবিল টেনিস খেলোয়াড়দের জন্য সার্বক্ষণিক বরাদ্দ রাখা হবে। এর পাশাপাশি  বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রীসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে প্যারা টেবিল টেনিস খেলোয়াড়দের।’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দা প্যারালাইজড (সিআরপি)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন বলেন, ‘সিআরপি রিহ্যাবিলিটেশনের পাশাপাশি খেলাধুলা নিয়েও কাজ করছে। আমরা সবসময় প্যারালিম্পিকের পাশে আছি। থাকব।’

বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর কোষাধ্যক্ষ ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। এখন থেকে আমাদের খেলাধুলা নিয়ে আমরা কাজ করতে পারব বিশ্বজুড়ে।’ স্পন্সর প্রতিষ্ঠান ঊর্মি গ্রুপ লিমিটেড-এর চেয়ারম্যান আশফাক আহমেদ বলেন, ‘আমি অভিভূত। আমি আশা করি আগামীতেও এই খেলোয়াড়বৃন্দ ভালো ফলাফল করবে এবং বাংলাদেশের সম্মান অক্ষুণ রাখবে বিশ্ব দরবারে।’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা আশাবাদী প্যারা টেবিল টেনিসের মাধ্যমে আমরা আগামী বিশ্ব জয় করব।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.