ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের কারণে স্থগিত হয়ে গেছে জিম্বাবুয়েতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাই। আর তাতেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বাছাইপর্ব বাতিল হলেও র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল।
আগামী বছর ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সরাসরি মূলপর্বে খেলবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে জায়গা পেয়েছে মূলপর্বে। তাদের সঙ্গী হয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় নিগার সুলতানারা। এরপর থাইল্যান্ডের কাছে হারলেও গ্রুপ এ’তে শীর্ষে ছিল বাংলাদেশ দল।
বাছাই পর্বের প্লেইং কন্ডিশনে বলা আছে কোন কারণে টুর্নামেন্ট বাতিল করা হলে টিম রেঙ্কিং ধরে সেরা তিনটি দল বাছাই করা হবে। সে হিসেবে তিনটি দলকে বাছাই করা হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য। সর্বশেষ র্যাংকিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশে পঞ্চম স্থানে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউজিল্যান্ড। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সপ্তম স্থানে। আর ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান অষ্টম স্থানে।