ক্রীড়া প্রতিবেদক
৩০ থেকে ৭৫ বছরের বেশি বয়সী টেনিস খেলোয়াড়দের এবার টুর্নামেন্ট খেলতে দেখা যাবে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টারস ট্যুর। এর বিস্তারিত জানাতে টেনিস ফেডারেশনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের ১০ টি ক্যাটাগরিতে মোট ১১২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিদেশীদের মধ্যে ভারত, কোরিয়া, আমেরিকা ও সুইডেন থেকে মোট ১২ জন খেলোয়াড় অংশ নেবেন। এই টুর্নামেন্টের মাধ্যমে অংশগ্রহণকারী খেলোয়াড়রা ওয়ার্ল্ড রাঙ্কিং এ প্রবেশ করবেন বলে জানিয়েছেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ হায়দার।
আগামীকাল ২৬ শে ফেব্রুয়ারি বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। সাইফ পাওয়ারের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী যে টেনিসের কার্যক্রম চলমান রয়েছে তার প্রশংসা করেছেন নাজমুল হাসান পাপন। ক্রীড়া মন্ত্রীর সাথে দেখা করে এ বিষয় তুলে ধরেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ হায়দার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোতাহার হোসেন সাজু।