প্রধানমন্ত্রীর অনুদানের ৬২ লাখ টাকা পেলেন চার ক্রীড়াবিদ

ক্রীড়া প্রতিবেদক

চার জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের অনুকূলে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত  ৬২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি। আজ দুপুরে  জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চারজনকে চেক প্রদান করা হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মোশাররফ হোসেনকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক অস্বচ্ছলতার জন্য ৩০ লাখ টাকা এবং আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবাড়ু রানি হামিদকে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও আরো দুজন ক্রীড়া সংগঠককে ২২ লাখ টাকা দেয়া হয়। বক্সার মোশাররফকে ইতোপূর্বে মন্ত্রণালয়ের পক্ষ হতে দুই লাখ টাকা দেওয়া হয়েছে।

চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি  সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন। স্পোর্টসের উন্নয়নে বা যে কোন ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যে কোন সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ক্রীড়াসেবীদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনে করোনাকালীন সময়ে ১০ কোটি টাকাসহ আরো ২০ কোটি টাকা মোট ৩০ কোটি টাকা  সীডমানি প্রদান করেছেন। ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

তিনি জানান, সরকার অচিরেই  বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত আরো ১০ হাজার ক্রীড়াসেবীকে ৫ কোটি টাকা বিশেষ আর্থিক অনুদান প্রদান করবেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.