প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মারিয়া মান্ডারা

ক্রীড়া প্রতিবেদক

অর্থনীতি সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত ‘উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠান’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানানো হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

অনুষ্ঠানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সারাদেশে নারীরা এগিয়ে যাচ্ছে, আমরাও আপনার কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছি, দেশের হয়ে খেলতে পেরেছি এবং সবচেয়ে বড় ব্যপারে আমরা আপনার জন্য চ্যাম্পিয়নশীপ জিতে নিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে আমাদের দেখা হয়নি। আমাদের খুব ইচ্ছা আমরা চ্যাম্পিয়নরা আমাদের চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ এর সাথে একবার দেখা করবো। নিশ্চয়ই আপনি আমাদের আপনাকে স্বশরীরে ধন্যবাদ দেয়ার সুযোগটা করে দিবেন’।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.