প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে দারুন স্বস্তির খবর। সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ওপেনিং জুটি নিয়ে। বিশেষ করে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না নেয়ার ফলে ওপেনিং নিয়ে বাড়তি চিন্তা যোগ হয়েছিল বাংলাদেশ দলে। অনেকেই বলেছিলেন তামিমের রিপ্লেসমেন্ট হবে কিভাবে। ধ্বসে পড়বে বাংলাদেশের ওপেনিং জুটি। এই শঙ্কায় ছিলেন অনেকেই। গোহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি।

তামিমের অভাবটা একদমই বুঝতে দেননি আরেক তামিম। তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাট করেছেন শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। তরুণ ক্রিকেটারের ব্যাটিং দেখে একদমই মনে হয়নি আন্তর্জাতিক অঙ্গনে একেবারে নতুন। একই সাথে আরেক দুশ্চিন্তাও কেটেছে। একদমই ফর্মে ছিলেন না ওপেনার লিটন দাস। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে রানের দেখা পেয়েছেন তিনি। পুরনো ছন্দেই দেখা গেছে লিটন দাসকে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সাথে ১৩১ রানের জুটি গড়েন লিটন। ৫৬ বলে ৬১ রান করেছেন লিটন। তার ইনিংসে ছিল ১০ টি চারের মার।

অপরদিকে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তানজিদ তামিম। কিন্তু ৮৮ বলে ৮৪ রান করে আউট হয়েছেন তিনি। ১০ চার ও দুটি ছয় সাজানো ছিল তার ইনিংস। মূলত বাংলাদেশের দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে শ্রীলংকার বিপক্ষে জয়টা সহজে এসেছে।

একই সাথে মিরাজের ব্যাটিংও ছিল দেখার মত। ৬৪ বলে ৬৭ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিমকে সাথে নিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে বাংলাদেশ। ৪৩ বলে ৩৫ রান করেন মুশফিক। আর আট ওভার অর্থাৎ ৪৮ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে শ্রীলংকার দেওয়া ২৬৪ রানের টার্গেটে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে এই জয় বাংলাদেশকে দারুন ভাবে চাঙ্গা রাখবে।

এর আগে শ্রীলংকা টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ১ বলে ২৬৩ রানে অলআউট হয়। সাকিব আল হাসানের ইনজুরির কারণে এই ম্যাচ অধিনায়কত্ব করেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ।বিশ্বকাপের আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.