ক্রীড়া প্রতিবেদক
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বাংলাদেশ পুলিশ এসসি এবং অ্যাজাক্স এসসির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় তারা। পুলিশের আব্দুল মালেক এবং দলটির পাকিস্তানি রিক্রুট ইহতেসাম আসলাম একটি করে গোল করেন। অ্যাজাক্সের দুই ভারতীয় সিলহেইবা লিশাম ও রোহিত সিং দলকে গোল উপহার দেন।
আজ খেলার প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে সিলহেইবার ফিল্ড গোলে শুরুতে এগিয়ে যায় অ্যাজাক্স। তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান মালেক। মিনিট চারেক পর রোহিতের ফিল্ড গোলে আবারো এগিয়ে যায় অ্যাজাক্স।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান ইহতেসাম। খেলার শেষ ৫ মিনিট ১০ জনের অ্যাজাক্সের বিরুদ্ধে গোল তুলে নিতে পারেনি পুলিশ। এমনকি দুবার ফাঁকা বারেও গোল দিতে ব্যর্থ হন পুলিশের খেলোয়াড়রা।