ক্রীড়া প্রতিবেদক
নতুন বছরের শুরুতে জ্বলে উঠলো বসুন্ধরা কিংস।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে তারা।ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংস ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এএফসিকে। কিংস প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল। দুটি করে গোল করেছেন ব্রাজিলের জোনাথন ফার্নান্দেজ ও মিগুয়েল। অন্য দুই গোল করেছেন রাকিব হোসেন ও মজিবর রহমান জনি।
১০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাস থেকে গোল করেন জোনাথন ফার্নান্দেজ। ১৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মজিবর রহমান জনি। ৩৮ মিনিটে ফার্নান্দেজ নিজের দ্বিতীয় গোল করলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস।
কিংস ব্যবধান জয়ের ব্যবধান ৫-০ করে ৫০ মিনিটে রাকিব আর ইনজুরি সময়ে মিগুয়েলের গোলে। ৬ ম্যাচে কিংসের পয়েন্ট ১০। তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। অন্য দিকে সমান ম্যাচে পুলিশের পয়েন্ট ৬। টেবিলের সপ্তম স্থানে আছে পুলিশ এফসি। অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে।