ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা কিংস। শেখ জামালকে ধানমন্ডি ক্লাবকে আজ ২-০ গোলে হারিয়েছে তারা। বসুন্ধরার দুটি গোলই করেছেন ডরিয়েলটন। ১৩ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট বসুন্ধরা কিংসের। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান আজ গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসির সাথে।
এদিকে বড় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে দুই গোলের পর দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করেছে চট্টগ্রাম আবাহনী। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে গোল উৎসবের শুরু করেন নাসির উদ্দিন চৌধুরী। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পল কমোলাফে। দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে চট্টগ্রামের দলটি।
বিরতির পর ৬০ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন রিয়াজ উদ্দিন সাগর। এরপর পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। আর স্পট কিক থেকে ৭৩ মিনিটে গোল করেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক ডেবিড। ইনজুরি টাইমে আরও এক গোল করেছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পল কমোলাফে। এর ফলে ৫-০ গোলের বড় জয়ে খেলা শেষ করে চট্টগ্রাম আবাহনী। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো চট্টগ্রাম আবাহনী। তার ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ব্রাদার্স ইউনিয়ন।