ক্রীড়া প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে জায়গা দিয়েছেন তিন নতুন মুখকে।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত ২৮ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসে খেলা আনিবাল মরেনো, রিভার প্লেটে খেলা লাওতারো রিভেরো এবং রেসিং ক্লাবের খেলে ফাকুন্দো ক্যামবেসেস। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই তিন তরুণকে সুযোগ দিয়েছেন স্কালোনি।
দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। এছাড়া, দীর্ঘ সময় পর দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। তিনি সর্বশেষ ২০২২ সালের জুনে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।