প্রো কাবাডি লিগ খেলতে ভারত গেলেন বাংলাদেশের শাহ মোহাম্মেদ শাহান

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বের সবচেয়ে বড় কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগ, প্রো কাবাডি লিগের ১২তম আসরে অংশ নিতে ভারত গেলেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এই আসরে তিনি বর্তমান চ্যাম্পিয়ন দল হারিয়ানা স্টিলার্স-এর হয়ে খেলবেন, যা তাকে এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপির বিনিময়ে কিনে নেয় হারিয়ানা স্টিলার্স। এবার দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কাবাডি লিগে খেলার সুযোগ পাওয়া শাহানের জন্য একটি বড় অর্জন।

শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। এই লিগে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.