ফখর জামানের ব্যাটিংয়ে আরব আমিরাতকে হারালো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে আমিরাত তুলতে পারে ৭ উইকেটে ১৪০ রান। এতে ৩১ রানের জয় পায় পাকিস্তান।

অনেকদিন ধরেই ছন্দে ছিলেন না ফখর জামান। কিন্তু বৃহস্পতিবার হেসেছে তার ব্যাট। এদিন ১০ চার ২ ছক্কায় ৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৭ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নওয়াজ। ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি করেন ফখর ও নওয়াজ। এতেই সব শঙ্কা কাটিয়ে বড় পুঁজি পেয়ে যায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারালেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হয় আমিরাতের। যার কৃতিত্ব পাকিস্তানের রহস্য স্পিনার আবরার আহমেদের। এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন তিনি। মাত্র ৯ রানে নেন ৪ উইকেট।আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৬৮ রান করেন ওপেনার আলিশান সারাফু। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। আগামী রোববার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.