ক্রীড়া প্রতিবেদক
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। জবাবে আমিরাত তুলতে পারে ৭ উইকেটে ১৪০ রান। এতে ৩১ রানের জয় পায় পাকিস্তান।
অনেকদিন ধরেই ছন্দে ছিলেন না ফখর জামান। কিন্তু বৃহস্পতিবার হেসেছে তার ব্যাট। এদিন ১০ চার ২ ছক্কায় ৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৭ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নওয়াজ। ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি করেন ফখর ও নওয়াজ। এতেই সব শঙ্কা কাটিয়ে বড় পুঁজি পেয়ে যায় পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারালেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হয় আমিরাতের। যার কৃতিত্ব পাকিস্তানের রহস্য স্পিনার আবরার আহমেদের। এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন তিনি। মাত্র ৯ রানে নেন ৪ উইকেট।আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৬৮ রান করেন ওপেনার আলিশান সারাফু। বাকিদের কেউ ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি। আগামী রোববার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।