ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান হারতে বসেছিল ফর্টিসের কাছে। পিছিয়ে গিয়েও মোহামেডান ম্যাচে ফিরেছে মাহবুব আলমের গোলে।
প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপার পথে হাটছে ঐতিহ্যবাহী মোহামেডান। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিজ এফসি’র বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে। মোহামেডানের পয়েন্ট হারানোর দিন জিততে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। তারা ময়মনসিংহে গোলশূন্য ড্র করেছে। মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স।
১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহামেডান। এক ম্যাচ কম খেলা আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আবাহনীর সঙ্গে মোহামেডানের পয়েন্টের ব্যবধান ছিল সাত। আজকের ড্রয়ের পর আগামীকাল আবাহনী জিতলে সেই ব্যবধান কমে পাঁচে দাঁড়াবে।