ক্রীড়া প্রতিবেদক
ফিফা বর্ষসেরার পুরস্কার জয় করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। দোহায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এবারের বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মত সেরার পুরস্কার জয় করেছেন বার্সেলোনার মিডফিল্ডার এইতানা বোনমাতি।
২৪ বছর বয়সী ভিনি ব্যালন ডি’অরের তালিকায় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রির পরে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু এবার ঠিকই ফিফার বর্ষসেরার তালিকায় তিনি প্রথম স্থান লাভ করলেন। গত মৌসুমে ভিনি সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ২৪ গোল ও ৩৯ ম্যাচে ১১টি এ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত পারফরমেন্সে রিয়াল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। মে মাসে লা লিগার তৃতীয় শিরোপা জয় করেছেন ভিনি। ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদও পেয়েছেন।
মঞ্চে পুরস্কার হাতে ভিনি বলেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানিনা কোথা থেকে শুরু করবো। এ পর্যন্ত আসাটা সত্যিই অসম্ভব ছিল। আমি দরীদ্র পরিবারে বেড়ে উঠেছি। যেখানে সংঘবদ্ধ অপরাধ চক্রের মধ্য দিয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছে। আমার এই পুরস্কারটা সেসব শিশুদের জন্য যারা এই ধরনের জীবন পার করেছে। আমাকে যারা ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।