ফিফা র‍্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ফিফা প্রকাশিত সর্বশেষ নারী ফুটবল র‍্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি করে ১৩২তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার সাফল্যেই এই অগ্রগতি। গত অক্টোবরে ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার সাফ শিরোপা জয় করে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

আজ (শুক্রবার) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ থেকে বড় লাফ দিয়েছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে বাংলাদেশ।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের। র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। স্পেন ও জার্মানি দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ইংল্যান্ড নেমে গেছে চতুর্থ স্থানে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.