ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। সি গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের ম্যাচের উপর নির্ভর করবে সি গ্রুপ থেকে বাকি দল হিসেবে শেষ আটে কে যাবে– সাইফ না পুলিশ এফসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো চট্টগ্রাম আবাহনী। পুলিশের গোলকিপার ভুল পাস দিলে বল চলে যায় রুবেল মিয়ার কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেন নি রুবেল। বল পাঠিয়ে দেন উপর দিয়ে। ২০ মিনিটে সুযোগ এসেছিল সাখাওয়াত রনির সামনে। কিন্তু বলের নিয়ন্ত্রনই নিতে পারেন নি রনি।
২৪ মিনিটে আরিফুর রহমানের গোলে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। সোহেল রানার ক্রস থেকে বল পেয়ে যান আরিফ। পুলিশের গোলকিপার নেহাল বল নিজের আয়ত্তে নিতে না পারায় আড়াআড়ি দারুণ এক শটে বল জালে জড়ান আরিফ। ৪৩ মিনিটে শট নিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর উইলিয়াম তাওয়ালা। বল সারাসরি পুলিশের গোলকিপারের কাছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বল নিয়ে ঝটকা টান দিয়েছিলেন পুলিশের মহিদুল ইসলাম। কিন্তু যে শটটা নিলেন তাতে বল চলে যায় উপর দিয়ে। ৫২ মিনিটে সুযোগ এসেছিল চট্টগ্রাম আবাহনীর সামনে। ভালো জায়গায় বল পেয়েও কাজে লাগাতে পারেন নি সাখাওয়াত রনি।
৬০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। কামরুল ইসলামের ক্রসে শেষ টাচটা করে গোল করেন উইলিয়াম তাওয়ালা। ৮৯ মিনিটে ভালো শট নিয়েছিলেন পুলিশের ড্যানিলসন। কর্ণারে রক্ষা করেছেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার সাইফুল ইসলাম। ম্যাচে আর কোন গোল না হলে দুই গোলের জয় নিয়েই শেষ আটে নাম লেখায় চট্টগ্রাম আবাহনী।