ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে আগামী শনিবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফুটবল। বাফুফে ভবনে আজ ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান ও লোগো উন্মোচন হয়েছে। উপস্থিত ছিলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ও ফুটবল ফেডারেশনের অন্য কর্মকর্তারা। ড্র কার্যক্রম পরিচালনা করেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
পেশাদার লিগের ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। গ্রুপ বি’তে লড়বে ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব। ‘সি’ গ্রুপের তিন দল হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম আবাহনী ও পুলিশ ফুটবল ক্লাব। আর ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

যে ড্র হয়েছে তাতে ফেডারেশন কাপের সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে স্বাধীনতা কাপের দুই ফাইনালিস্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের। আবাহনী ও বসুন্ধরা কিংস গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে তারা লড়বে সি গ্রুপ ও ডি গ্রুপের রানার্স আপের সঙ্গে। আর কোয়ার্টার ফাইনালে আবাহনী ও বসুন্ধরা কিংস জয় পেলে তাদের দেখা হবে সেমিফাইনালে। তবে গ্রুপ পর্বে দু’দলের যে কেউ রানার্স আপ হলে সেক্ষেত্রে সমীকরণ অন্য হবে। ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। ফেডারেশন কাপের টাইটেল স্পন্সর বসুন্ধরা গ্রুপ।