ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে কিংসের ঘরের মাঠে অঘটনের আভাস দিয়েও পারেনি রহমতগঞ্জ। লিড নিয়েও তারা ধরে রাখতে পারেনি। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা শেষে অতিরিক্ত সময়ে গোল আদায় করে নিয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।
গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর রহমতগঞ্জ এগিয়ে যায় ৭৬ মিনিটে সলোমন কিংয়ের গোলে। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ৮২ মিনিটে সাদ উদ্দিনের গোলে সমতায় ফেরে কিংস। বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৩ মিনিটে ইনসানের গোল ফাইনালে নিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন কিংসকে।
নতুন ফরম্যাটের ফেডারেশন কাপের প্রথম কোয়লিফায়ারে মুখোমুখি হয়েছিল আবাহনী ও কিংস। টাইব্রেকারে কিংসকে হারিয়েছিল আবাহনী। সেই দুই দল এবার লড়বে শিরোপা জয়ের জন্য।