ক্রীড়া প্রতিবেদক
শেষ দল হিসেবে বসুন্ধরা ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে গেল ঢাকা আবাহনী লিমিটেড। ফোর্টিস ফুটবল ক্লাবকে আজ ৩-১ গোলে হারিয়েছে আবাহনী। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন আপ। ৭ মে মে প্রথম সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব। আর ১৪মে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী খেলবে বসুন্ধরা কিংস এর বিপক্ষে।
বসুন্ধরা কিংস এরেনায় আজ ফেডারেশন কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ঢাকা আবাহনী ও ফোর্টিস ফুটবল ক্লাব। ৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। প্রথমার্ধের শেষ দিকে আবাহনী ব্যবধান বাড়ায় ওয়াশিংটনের গোলে। দুই গোলে এগিয়ে থাকা আবাহনী ম্যাচে তৃতীয় গোল করে ৭৯ মিনিটে। গোল করেন জোনাথন।
৯০ মিনিট শেষে ম্যাচ যখন ইনজুরি সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল তখন রেফারির শেষ বাঁশি বাজার আগে এক গোল শোধ করে ফোর্টিস ফুটবল ক্লাব। সান্তনার গোল করেন জুম্মন। এর ফলে ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ঢাকা আবাহনী লিমিটেড।