ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে ‘বি’ গ্রুপে পড়েছে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ।
শনিবার বিকেলে বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের রানার্সআপ আবাহনীর সাথে পড়েছে রহমতগঞ্জ, ব্রাদার্স, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও পিডব্লিউডি। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ চার দল খেলবে কোয়ালিফায়ার্স। দুই গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে কোয়ালিফায়ার্স-১ ম্যাচ। জয়ী দল উঠে যাবে ফাইনালে। এলিমিনেটর খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স-২ এ এলিমিনেটর ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফাইয়ার্স-১ এ পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে।
ড্রয়ের পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনো কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালীন ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে। পূর্বের রীতি অনুযায়ী ফাইনাল ও কোয়ালিফায়ারের ভেন্যু পরবর্তীতে ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের নাম আগামীকাল ঘোষণা হতে পারে।’
আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ২০২৫-২৬ মৌসুমের ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপ শুরুর ৩দিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।