ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপে রোমাঞ্চকর এক ম্যাচে বসুন্ধরা কিংস ৩-২ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়ন দলটি নিজেদের মাঠ থেকেই আবার ঘুরে দাঁড়িয়েছে।
কিংস অ্যারেনায় ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজিলিয়ান মিগেলের কর্নারে তপু বর্মণ গোল করেন। পরের মিনিটেই সমতায় ফেরে পুলিশ। ইসা ফয়সালের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ঢুকে আল আমিন নিঁখুত প্লেসিংয়ে ম্যাচে সমতা আনেন। চার মিনিট পর কিংসের আগের ম্যাচের গোলদাতা মজিবর রহমান জনির মাধ্যমে ব্রাজিলিয়ান মিগেল বল পেয়ে গোল করতে ভুল করেননি।
বিরতির পর কিংস ব্যবধান আরও বাড়ায়। ৫২ মিনিটে মিগেলের পাসে ফাঁকায় থাকা ফারনান্দেজ গোল করেন। দুই মিনিট পর আল আমিনের গোলে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখে পুলিশ। কানাডা প্রবাসী কাজেমের ডিফেন্স চেরা পাস থেকে পোস্টে ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবনকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করেন আল আমিন। গ্রুপের অন্য ম্যাচে ফর্টিজ এফসি ৩-০ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে।