ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরে গেছে সাদা কালোরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করেছিল মোহামেডান। নবাগত ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছিল ১০ জনের দল নিয়ে। তবে আজ ফেডারেশন কাপে সেই ১০ জনের মোহামেডানকে ১-০ গোলে হারাল রহমতগঞ্জ।
কিংস অ্যারেনায় একের পর এক আক্রমণ করেও রহমতগঞ্জের জাল খুঁজে পায়নি মোহামেডানের ফুটবলাররা। উল্টো ১০ জনে পরিণত হওয়ার আগেই এক গোল হজম করে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রহমতগঞ্জের রাজন। রহমতগঞ্জকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। ৮৫ মিনিটে রহমতগঞ্জের মিসরীয় ফুটবলার মোস্তফার মুখে চড় মেরে সরাসরি লাল কার্ড দেখেন মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হোসেন শান্ত।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বিদেশি ফুটবলার ছাড়া চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর হয়ে একটি করে গোল করেছেন ইয়াসিন, ইব্রাহিম ও সুমন রেজা।