ফেডারেশন কাপ টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও খৈ খৈ মারমা

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ টেবিল টেনিসে পুরুষ এককে চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন খৈ খৈ মারমা। দুজনই বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়। পল্টন শহীদ তাজউদ্দিন ইনডোরে ফাইনালে হৃদয় সরাসরি ৩-০ গেমে রামহিম লিয়ান বমকে হারিয়েছেন। এর আগে খৈ খৈ ফেডারেশন কাপের সাবেক চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমাকে ৩-২ গেমে হারিয়ে দেন।

ফাইনালের আগে খৈ খৈ সেমিফাইনালে হারান জাতীয় চ্যাম্পিয়ন মৌকে। সেই জয়ই তার ফাইনালের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর খৈ খৈ বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম জয়ের ব্যাপারে।”

৫ নভেম্বর বাংলাদেশ টেবিল টেনিস দল ইসলামিক সলিডারিটি গেমসে যাচ্ছে। দুই চ্যাম্পিয়ন খৈ খৈ ও হৃদয় দুই জনই এই টুর্নামেন্টকে ইসলামিক সলিডারিটি গেমসের প্রস্তুতি হিসেবে দেখছেন। চ্যাম্পিয়ন হৃদয় বলেন, ‘আমাদের আসল লক্ষ্য ইসলামিক সলিডারিটি গেমস। এই ফলাফল সেখানে আরও ভালো খেলতে সহযোগিতা করবে। আমাদের সেরাটা দিয়ে দেশকে একটা পদক উপহার দেব।

ফেডারেশন কাপ টেবিল টেনিসের পুরুষ দলগত, একক ও নারী এককে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.