ক্রীড়া প্রতিবেদক
প্যারিস সেইন্ট জার্মেই( পিএসজি) ছাড়ার আগে ফ্রান্সের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। ২৫ বছর বয়সী এমবাপ্পে এ নিয়ে লিগ ওয়ানে টানা পঞ্চমবার সেরা খেলোয়াড়র নির্বাচিত হলেন। এবারের মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় এমবাপ্পে ৪৪ গোল করেছেন।
ফরাসি এই অধিনায়ক গত সপ্তাহে মৌসুম শেষে পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তার সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে। পরবর্তী সম্ভাব্য ক্লাব হিসেবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের নামই জোড়েসোড়ে শোনা যাচ্ছে।
রোববার পিএসজির হয়ে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে এমবাপ্পে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ইতোমধ্যেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করা পিএসজির হয়ে তিনি গোলও পেয়েছিলেন। কিন্তু ম্যাচটিতে টুলুসের কাছে প্যারিসের জায়ান্টরা বিস্ময়করভাবে ৩-১ গোলে হেরে গেছে।
এর মাধ্যমে এবারের লিগে এমবাপ্পে ২৭ গোল করেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলির কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডের তুলনায় যা আট গোল বেশী। মৌসুম এখনো শেষ হয়নি। এমবাপ্পে এ সপ্তাহে লিগ ওয়ানে আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এরপর ২৫ মে লিঁওর বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে খেলবে পিএসজি।