ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের হকি। প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি। আনুষ্ঠানিকভাবে এর পথচলা শুরু হলো আজ চুক্তিস্বাক্ষরের মধ্য দিয়ে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর র্যাডিসন হোটেলে ছিল সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়দের মিলনমেলা। তবে এই অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্রাঞ্চাইজির মালিকানা কিনে হকির সঙ্গে নিজেকে যুক্ত করলেন দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই তারকা।
ছয় দলের টুর্নামেন্ট হলেও চূড়ান্ত হয়েছে পাঁচটি দল। ফ্র্যাঞ্চাইজি মালিকানা কিনেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, মোনার্ক মার্ট, একমি গ্রুপ, রূপায়ন গ্রুপ ও ওয়ালটন গ্রুপ। সাইফ পাওয়ারটেকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তরফদার রুহুল সাইফ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আগে থেকেই সম্পৃক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড। ফুটবল, সুইমিং, দাবার পর এবার হকির সাথেও যুক্ত হলো সাইফ পাওয়ারটেক।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে চুক্তি স্বাক্ষর করেন হকি ফেডারেশেনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও এইসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। এ টুর্নামেন্ট উপলক্ষে হকি ফেডারেশনকে এক কোটি টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহে। মোট ৩৪টি ম্যাচ হবে। প্রতিটি দল ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করবে। এর মধ্যে বিদেশী খেলোয়াড় থাকবে চারজন। আর সেরা একাদশে অবশ্যই তিনজন বিদেশী খেলোয়াড় থাকতে হবে।