ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে আজ শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। প্রথমে পদ্মা জোনের খেলা হচ্ছে। আর এর ভেন্যু হচ্ছে বগুড়া। এই জোনে ৮ জেলার পুরুষ ও ছয় জেলার নারী দল অংশ নিয়েছে।
সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে পদ্মা জোনের খেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসাইন সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা। পদ্মা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।
প্রথম দিন পুরুষ দলের চারটি ও নারী দলের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষদের প্রথম ম্যাচে স্বাগতিক বগুড়া জেলা কাবাডি দল ৪১-২৬ পয়েন্টে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা ৫০-১৮ পয়েন্টে হারায় নওগাঁ জেলাকে। শেষ দুই ম্যাচে পাবনা ৩৬-৩৪ পয়েন্টে চাপাইনবাবগঞ্জকে এবং জয়পুরহাট ৫০-২৮ পয়েন্টে নাটোর জেলাকে হারিয়েছে।
এদিকে নারীদের খেলায় পাবনা ৩৯-২৮ পয়েন্টে চাপাইনবাবগঞ্জকে, রাজশাহী ৪৩-১৮ পয়েন্টে নাটোরকে এবং বগুড়া ৪৫-১৮ পয়েন্টে চাপাইনবাবগঞ্জকে হারিয়েছে।