ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে সার্ভিসেস দল অর্থাৎ সেবা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনাল খেলায় সেনাবাহিনী ২-০ গোলে নৌবাহিনীকে হারায়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলা গত ৩ ডিসেম্বর শুরু হয়। জেলা ফুটবল দল, সার্ভিসেস দল অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং বাফুফের আওতাধীন বিশ্ববিদ্যালয় ফুটবল দল ও শিক্ষা বোর্ডসমূহের অংশগ্রহণে দেশব্যাপী ৬৫টি ভেন্যুতে শুরু হয় প্রতিযোগিতা। উক্ত চ্যাম্পিয়নশীপের সেবা অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আজ।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন বাফুফে সদস্য ও কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও কম্পিটিশন্স কমিটির সদস্য মাজহারুল ইসলাম তুহিন।