বঙ্গমাতা জাতীয় নারী ফুটবলে রাজশাহী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা জাতীয় নারী ফুটবলে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে রাজশাহী জেলা। ফাইনাল ম্যাচে তারা হারিয়েছে ময়মনসিংহ জেলাকে। স্বাগতিক রাজশাহী চ্যাম্পিয়ন হয় ২-০ গোলে ময়মনসিংহকে হারিয়ে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়  বঙ্গমাতা জাতীয়  নারী ফুটবল চ্যাম্পিয়নশপের চূড়ান্ত পর্বের খেলা গত ৮ জানুয়ারি হতে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়। এরপর ফাইনালে জায়গা করে নেয় ময়মনসিংহ ও রাজশাহী। ময়মনসিংহ ১-০ গোলে রংপুরকে এবং রাজশাহী একই ব্যবধানে আনসার ও ভিডিপি দলকে হারায়। কিন্তু ফাইনাল ম্যাচে শেষ হাসি হাসে রাজশাহী।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রাজশাহী জেলা মহিলা ফুটবল দলের খেলোয়াড় সুরধনী কিসকু। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি মহিলা ফুটবল দলের খেলোয়াড় সাদিয়া আক্তার। তিনি নয় গোল করেছেন। ফেয়ার প্লে পুরস্কার অর্জন করে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহিলা ফুটবল দল। আর সেরা ভেন্যুর পুরস্কার অর্জন করে মাদারীপুর জেলা আচমত আলী খান স্টেডিয়াম।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফে ও এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য নুরুল ইসলাম নুরু, ইলিয়াস হোসেন, কমিটি ফর ওমেন্স ফুটবলের সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু ও সদস্য সৈয়দ রিয়াজুল করিম।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.