ক্রীড়া প্রতিবেদক
বজ্রপাতসহ বৃষ্টির শঙ্কা নিয়েই আজ এশিয়া কাপ সুপার ফোর পর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। খারাপ আবহাওয়ার কারনে অবশ্য হঠাৎ করেই এ ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্বান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাল্লেকেলেতে বৃষ্টির কারনে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ।
এবারের এশিয়া কাপে একই গ্রুপে ছিলো ভারত ও পাকিস্তান। বৃষ্টির কারনে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের মধ্যকার পরিত্যক্ত হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮ দশমিক ৫ ওভারে ২৬৬ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে ইশান কিশান ৮২ ও হার্ডিক পান্ডিয়া ৮৭ রান করেন। ভারতের ইনিংস শেষ হবার পর বৃষ্টির কারনে ব্যাট করতে নামতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যায় দু’দলের লড়াই। গ্রুপ পর্বে ২ খেলায় ৩ পয়েন্ট নিয়ে সুপার ফোরের টিকিট পায় ভারত ও পাকিস্তান। কিন্তু সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবার শঙ্কায় পড়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলম্বোতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। সারাদিন বজ্রসহ প্রবল বৃষ্টি হতে পারে। তবে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হওয়ায়, এ ম্যাচেও রিজার্ভ ডে রাখার সিদ্বান্ত নেয় এসিসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রিজার্ভ দিন থাকলেও ঘোষিত দিনেই খেলা শেষ করার চেষ্টা করা হবে। যদি কোনও কারণে পরের দিন খেলা হয়, তবে নির্ধারিত দিন যতটুকু খেলা হয়েছে, সেখান থেকে রির্জাভ ডে’তে শুরু হবে।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হাক, সাউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।