ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেলো না বাংলাদেশ। সেন্ট কিটসে ৭ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ৭৯ বল হাতে রেখে পাওয়া জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের এক দশক অপেক্ষা করতে হয়েছে। মাঝে হোম ও অ্যাওয়ে মিলিয়ে চারটি সিরিজই জিতে টাইগাররা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে স্বাগতিক বোলাররা সুবিধা আদায় করতে না পারলেও ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে ফেরে বাংলাদেশ। ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৫ রানে ৭ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন। রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করেছেন।
জবাবে ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে কিং ও লুইস মিলে ১০৯ রান তোলেন। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দল আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে।