বসুন্ধরা একাডেমির সঙ্গে যুক্ত হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক

১৫ হাজার কোটি টাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটা অংশের যাত্রা হলো আজ। বসুন্ধরা কিংস অ্যারেনা। বসুন্ধরা কিংস ক্লাবের হোম ভেন্যু। বাংলাদেশের প্রথম কোন ক্লাব হিসেবে নিজেদের মাঠে পুলিশ ফুটবল ক্লাবের সাথে ম্যাচ খেলে ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস। আজ এই বসুন্ধরা কিংস অ্যারেনার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, হকি স্টেডিয়াম ছাড়াও থাকছে বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেনিস, আরচ্যারি, শুটিংসহ আরও অনেক খেলার আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থা। গড়ে উঠেছে একাডেমিও। যেখানে থাকবে ছয়তলা বিশিষ্ট ডরমেটরী। এই একাডেমির সাথে কাজ করতে চায় ম্যানচেষ্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো বিশ্বখ্যাত ফুটবল ক্লাব। জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.