বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ার্সে ১০ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। তারা টাইব্রেকারে ৪-২ গোলে বসুন্ধরা কিংসকে পরাজিত করেছে। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। কিংসকে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে জেতা রহমতগঞ্জের বিপক্ষে।

ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন আবাহনী আসাদুজ্জামান বাবলু। ফলে ১০ জনের দলে পরিণত হয় আকাশি-নীলরা। সে সুযোগ কাজে লাগিয়ে ৫৬ মিনিটে লিড নেয় কিংস। জোনাথনের লম্বা শটে পা লাগিয়ে আবাহনীর জালে বল পাঠান মজিবুর রহমান জনি।

শেষ পর্যন্ত ৩ মিনিট বাকি থাকতে আরমান ফয়সাল আকাশ গোল করলে ম্যাচে ফেরে আবাহনী। বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

Thumbnail 1744129743831

বসুন্ধরা কিংস অতিরিক্ত সময়ের শেষদিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে উঠিয়ে আনিসুর রহমান জিকোকে নামায়। জিকো জাফর ইকবালের শট ঠেকিয়ে কোচের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করছিলেন। একইসঙ্গে কিংস দুই শট পর্যন্ত লিডে ছিল টাইব্রেকারে। তৃতীয় শটে রাব্বি রাহুল আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা সেভ করেন। পরবর্তীতে ব্রাজিলিয়ান ডেসিয়েলের শট পোস্টের ওপর দিয়ে গেলে আবাহনীর জয়ের সুযোগ তৈরি হয়। ইব্রাহীমের গোলের পরই আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়। আবাহনীর হয়ে টাইব্রেকারে গোল করেন রাফায়েল, এমেকা ও সবুজ। আর কিংসের পক্ষে গোল করেন জোনাথন ও মোরসালিন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.