ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। আর রানার্সআপ হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় দু’দল। বসুন্ধরা কিংস ২-০ গোলে হারায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। ৮২ মিনিটে শিউলী ও ৯১ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করেন।
টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা কিংস। গত ১৫ নভেম্বর হতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় মহিলা ফুটবল লিগ। লীগের সর্বোচ্চ গোলদাতা আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মোছাম্মৎ আকলিমা খাতুন। ২৫ গোল করেছেন তিনি। আর লীগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শাহিদা আক্তার রিপা।
আজ খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, ফিফা কাউন্সিল মেম্বার, কার্যনির্বাহী কমিটির সদস্য এএফসি ও বাফুফে মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য ইলিয়াস হোসেন, নুরুল ইসলাম নুরু, টিপু সুলতান এবং মহিদুর রহমান মিরাজ।