ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা।
ভারতের ভিশাখাপত্নমে টস জিতে ব্যাট করেতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ১৯৮ রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা একদমই পাত্তা দেয়নি বাংলাদেশের বোলারদের।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেটের চারদিকে পিটিয়ে মাত্র ২৪.৩ ওভারেই ম্যাচ জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, তাও কোনো উইকেট না হারিয়ে। অর্থাৎ, বাংলাদেশকে অস্ট্রেলিয়া হারিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে, ১৫১ বল হাতে রেখে।
এ নিয়ে বাংলাদেশ দল ৫ ম্যাচের মধ্যে ১টিতে জয় পেলো। হারলো টানা চারটিতে। অস্ট্রেলিয়া ৫ ম্যাচের চারটিতে জয় পেয়েছে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। যার ফলে তাদের অর্জন ৯ পয়েন্ট এবং শীর্ষে রয়েছে দলটি।