ক্রীড়া প্রতিবেদক
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলো সফরকারী আফগানিস্তান। ৬১ রানের জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। সেই সাথে টি-টোয়েন্টিতে টানা আট ম্যাচ হারের পর জয়ের দেখা পেল মাহমুদুল্লাহর দল।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে স্বাগতিক বাংলাদেশ। লিটন ৪৪ বলে ৬০ রান করেন। জবাবে নাসুমের স্পিন ভেল্কি সামলাতে না পেরে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৪ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসুম।
আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আর এ ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলির। আগামী ৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান।