ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের জার্সিতে প্রথমবার আজ দলের সঙ্গে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন। বাংলাদেশ দলে দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন চলছে। হামজা আজ প্রথম যোগ দেয়ায় এখন মূলত তাকে ঘিরেই দলীয় পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ের কাজ করবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এদিকে আজ দুপুরে প্রথমবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে অংশ নেন হামজা চৌধুরী। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলে কী করতেন ? তখন কি বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নিতে পারতেন? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে খুবই কৌশলী জবাব দিয়েছেন হামজা।
তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত (বাংলাদেশের হয়ে খেলার) নিয়েছি। ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি। ওই সুযোগ তাই আমার আসেনি। সুতরাং সিদ্ধান্তও নিতে হয়নি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম। বাংলাদেশে খেলতে পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা উৎসাহিত করেছে।
আগামীকাল সকাল ৯টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কলকাতা থেকে আরেক ফ্লাইটে বিকেলে শিলং পৌঁছাবেন হামজা-জামালরা। ২৫ মার্চ ম্যাচের আগে ২১-২৪ তারিখ অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ।