বাংলাদেশের বিপক্ষে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন আহমেদের বোলিং নৈপুন্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৪১ রানে সপ্তম উইকেট পতনের পর অষ্টম উইকেটে ক্লাইভ মানদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজার ৭৫ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় জিম্বাবুয়ে। তাসকিন ও সাইফুদ্দিন ৩টি করে এবং মাহেদি হাসান ২ উইকেট নেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার মাহেদি হাসান। রানের খাতা খোলার আগেই ক্রেইগ আরভিনকে বোল্ড করেন মাহেদি।

আরভিন ফেরার পর পেসার শরিফুল ইসলামের করা তৃতীয় ওভারের প্রথম তিন বলে চার মারেন তিন নম্বরে নামা ব্রায়ান বেনেট। ওপেনার জয়লর্ড গাম্বিকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন বেনেট। ২২ বলে ২৮ রান যোগ করে উইকেটে সেট হয়ে যান গাম্বি-বেনেট জুটি।

এ অবস্থায় পঞ্চম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মোহাম্মদ সাইফুদ্দিন। ৪টি চারে ১৪ বলে ১৭ রান করা গাম্বিকে শিকার করেন তিনি। গাম্বির আউটের পর ষষ্ঠ ওভারে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে। মাহেদির করা প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদের থ্রোতে রান আউট হন ১৫ বলে ৩টি চারে ১৬ রান করা বেনেট।

বেনেটের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। মাহেদির বলে প্যাডল সুইপ করতে গিয়ে লিটনকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন রাজা। এতে পাওয়ার প্লেতে ৩৮ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে।

পাওয়ার প্লের শেষ ওভারের মত সপ্তম ওভারেরও প্রথম দুই বলে উইকেট হারায় জিম্বাবুয়ে। পেসার তাসকিন আহমেদের প্রথম বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সিন উইলিয়ামস। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন রায়ান বার্লও।

পরপর দুই উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। কিন্তু পরের ডেলিভারি তাসকিনকে হতাশ করেন লুক জঙ্গি। তবে পরের ওভারে জঙ্গিকে বিদায় করেন সাইফুদ্দিন। লং অনে তওহিদ হৃদয়কে ক্যাচ দেন ২ রান করা জঙ্গি। অষ্টম ওভারে ৪১ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।

কিন্তু অষ্টম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ক্লাইভ মানদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা। ১২তম ওভারে স্পিনার রিশাদের বলে লং অফে মাসাকাদজার ক্যাচ ফেলেন মাহমুদুল্লাহ। ৩ রানে জীবন পেয়ে মানদান্দেকে নিয়ে ১৮তম ওভারে জিম্বাবুয়ের রান ১শতে নেন মাসাকাদজা।

১৯তম ওভারে মানদান্দেকে বোল্ড করে জুটি ভাঙ্গেন তাসকিন। আউট হওয়ার আগে ৬টি চারে ৩৯ বলে ৪৩ রান করেন মানন্দান্দে। অষ্টম উইকেটে ৬৫ বলে ৭৫ রান যোগ করেন মানদান্দে ও মাসাকাদজা। টি-টোয়েন্টি ভার্সনে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে জিম্বাবুয়ের এটিই সর্বোচ্চ রানের জুটি। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ১২৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইনিংসের শেষ বলে রান আউট হন ২টি করে চার-ছক্কায় ৩৮ বলে ৩৪ রান করা মাসাকাদজা। বাংলাদেশের পক্ষে তাসকিন ১৪ ও সাইফুদ্দিন ১৫ রানে ৩টি করে উইকেট নেন। ১৬ রানে ২ উইকেট শিকার করেন মাহেদি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.