ক্রীড়া প্রতিবেদক
এএফসি নারী এশিয়ান কাপ ও এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। দুটি টুর্নামেন্টের জন্য বাংলাদেশের মেয়েরা যখন কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি নিচ্ছে তখন আরেকটি টুর্নামেন্টের সামনে দাড়িয়ে এবার বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল।
জর্ডানে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। জর্ডানে যাওয়ার পথে দুবাইতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৭ অক্টোবর সিরিয়া ও ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের সাথে ম্যাচ। এরপর এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপে।
প্রতিপক্ষ শক্তিশালী হওয়ার কারণে বাছাই পর্বে বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা দেখছেন না বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ার পারসন মাহফুজ আক্তার কিরণ। এদিকে বাছাই পর্বের আগে দুবাইতে প্রস্তুতি ম্যাচ বেশ কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। মেয়েদের এই দলে হেড কোচ হিসেবে আছেন অভিজ্ঞ সাইফুল বারি টিটু।