Md Shafikul Alam
বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ম্যাচে আগামীকাল মেলবোর্নের এমি পার্কে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মুখোমুখি হবে এই দুই দল। ফিফা র্যাংকিং এর ২৭ তম দলের সাথে ১৮৩ তম দলের লড়াই। ব্যাংকিংয়ের এই বিশাল ব্যবধানে অনেকেই হয়তো অসম লড়াইয়ের কথা ভাবতে পারেন। আবার আগের পরিসংখ্যানও সামনে আনলে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ কিছুই না।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া গিয়ে ৫-০ গোলে ও পরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া এ পর্যন্ত ছয় বার বিশ্বকাপে খেলেছে। এবার নিয়ে খেলেছে টানা ৫ বার।
ইতিহাস,পরিসংখ্যান সবই বাংলাদেশের বিপক্ষে থাকলেও বর্তমানে এই দলটা যথেষ্ট আত্মবিশ্বাসী। লড়াই করার মানসিকতা আছে সবার। তবে মাঠে বোঝা যাবে বাংলাদেশ কতটা লড়াই করতে পারছে। কিন্তু ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাস্যজ্জল বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন অস্ট্রেলিয়া শক্তিশালী দল হলেও ভালো ফলাফল আশা করছেন তারা। বাংলাদেশ এর আগে দুইবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। ২০১৫ সালে তখন খেলেছেন জামাল ভূঁইয়া। দলের ওজন করলে আট বছর আগের অস্ট্রেলিয়া দলকে এগিয়ে রাখছেন জামাল ভূঁইয়া।
অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা। সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার হেড কোচ গ্রাহাম আর্নল্ড জানিয়েছেন, বাংলাদেশ ভালো দল। তারা ভালো ফুটবল খেলছে। আমরা আত্মবিশ্বাসী যে ম্যাচটি জিতবো। আমার দল ভালো অবস্থায় আছে। পারফরম্যান্সের উন্নতি করতে কঠোর পরিশ্রম করছি।
অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচ খেলে ১৭ই নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। আগামী ২১ শে নভেম্বর বসুন্ধরা কিংস এরেনায় বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ দল।